মনুষ্যফল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়বস্তু - ব্যাখ্যা মূলক - সংক্ষিপ্ত - মধ্যমানের - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মনুষ্যফল - মূল প্রবন্ধ :


মনুষ্যফল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

একনজরে ' মনুষ্যাফল ' প্রবন্ধ ( দ্বিতীয় সংখ্যা )

  • প্রবন্ধটি 'কমলাকান্তের দপ্তর' নামক প্রবন্ধের অন্তর্গত।
  • প্রবন্ধটি ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ।
  • ' মনুষ্য ফল ' প্রবন্ধেটি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী কমলাকান্ত চক্রবর্তী ছদ্মনামে লিখেছেন।
  • প্রবন্ধে আফিং সেবী ব্রাহ্মণ কমলাকান্ত মানুষকে কতকগুলি রকমারি ফলের সঙ্গে তুলনা করেছেন।
  • ধনী মানুষদের তিনি কাঁঠাল ফল এর সঙ্গে তুলনা করেছেন।
  • কাঁঠাল পাকিলে মাছি ভনভন করে রসের প্রত্যাশায়, তেমনি ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থের প্রত্যাশায় মাছিরূপ কন্যাদায়গ্রস্ত ও মাতৃদায়গ্রস্ত ব্যক্তি (পিতা, মাতা) গ্রন্থাগার, সংবাদপত্রের মালিক প্রভৃতি মানুষ ঘুরে বেড়ায়।
  • সিভিল সার্ভিসদের আম ফলের সঙ্গে তুলনা করেছেন।
  • স্ত্রী জাতিকে নারকেল ফলের সঙ্গে তুলনা করেছেন।
  • কলা বানর ও স্ত্রীলোকের অত্যন্ত প্রিয়।
  • নারীজাতির চারটি গুণ - স্নেহ,  বিদ্যা, বুদ্ধি ও রুপ।
  • নারিকেলের চারটি সামগ্রী - জল, শস্য, মালা ও ছোবড়া।
  • দেশহিতৈষী বলে খ্যাত ব্যক্তিদের শিমুল ফলে সঙ্গে তুলনা করেছেন।
  • ধুতুরা ফল-এর সঙ্গে অধ্যাপক, ব্রাহ্মণদের তুলনা করেছেন।
  • ধুতুরা ফল কণ্টকময় ঠিক তেমনি অধ্যাপক ব্রাহ্মণ কথায় সুপণ্ডিত হলেও সংস্কৃত ব্যাকরণের কাটার আঘাতে বিপর্যস্ত করে তোলে।
  • লেখাকে আকর্ষণীয় করার জন্য সংস্কৃত শ্লোক রচনা, শাস্ত্রাদির উদ্ধৃতি অনেকটাই ধুতরা বীজের মধ্য দিয়ে নেশাগ্রস্ত করে তোলার মতো।
  • বঙ্গীয় লেখকগনকে তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন।
  • তেঁতুল দুধে মেলালে দধিতে পরিণত হয় ঠিক তেমনি এদেশের লেখকরা ভালো বিষয়কেও তাদের শিক্ষার দুর্বলতার দ্বারা অপাঠ্য করে তোলেন, নিকৃষ্টমানের করে তোলে।
  • 'ফয়জু'র রূপকে বিদেশী সাহিত্যের গুনগান করেছেন।
  • দেশি হাকিমদের কে তিনি কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো সাথে তুলনা করেছেন।
  • দেশি কুমড়ো বলতে দেশীয় হাকিম আর বিদেশি কুমড়ো বলতে বিদেশ থেকে পাস করে দেশীয় হাকিমদের কথা বলেছেন, যারা আচার ব্যবহারে বিদেশি ভগবান।
  • বঙ্কিমচন্দ্র নিজে হাকিম ছিলেন।

মনুষ্যফল - বিষয়বস্তু : 


ফলের রূপকে মানুষদের সঙ্গে যে ভাবে তুলনা করা হয়েছে, ছকের সাহায্যে দেখানো হলো:-

ফল মনুষ্য
কাঁঠাল ধনীমানুষ
আমফল সিভিল সার্ভিস
নারিকেল ফল নারী জাতি/ রমণীমন্ডলী
শিমূল ফুল দেশহিতৈষী
ধুতুরা অধ্যাপক,ব্রাহ্মণ
তেঁতুল বঙ্গীয় লেখক
কুষ্মাণ্ড দেশী হাকিম

কাঁঠাল ফল :

এর গুন খাঁজা, এঁচোড় পাকা, ভুতুরিসার এর সাথে তুলনা করা হয়েছে ধনী ব্যক্তিদের । ধনী ব্যক্তিদের অকর্মন্যতা ও অপদার্থতাকে পাকা কাঁঠালের মত কিছু কিছু ধনী ব্যক্তি উদার, সেই সমস্ত কাঁঠাল ঘিরে যেমন শৃগালের দৌরাত্ম সৃষ্টি হয়, ঠিক তেমনি সেই সমস্ত উদার ধনী ব্যক্তি কে শৃগালরুপি দেওয়ান নায়েব গোমস্তা, মোসায়েবরা উত্যক্ত করে। ঠিক তেমনি পাকা কাঁঠাল ঘরে আনলে মাছি ভনভন করে রসের প্রত্যাশায় ধনী ব্যক্তিদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় মাছির মতো ঘুর ঘুর করে কন্যাদায়গ্রস্ত ব্যক্তি, সম্পাদক পুস্তক রচয়িতারা।

আম্রফল :

এর গুণ কাঁচা, মিঠা, টক, পাকার সাথে তুলনা করা হয়েছে সিভিল সার্ভিসদের । আম ও সাহেব উভয়েই সাগরপাড় থেকে আমদানিকৃত উভয়ই রূপে ভুবন আলোকিত, তাই বাজারমূল্য অত্যধিক আবার কতগুলি আম পাকা পানশে। আমের রূপকে অযোগ্য, অথচ উচ্চপদে আসীন রাজকর্মচারীদের তুলনা করেছেন। আম যেমন গাছ থেকে পেরেই খাওয়া উচিত নয় তাকে বরফ/হিম জল শীতল করে খাওনা উচিত তেমনি সিভিলিয়ানদের তোষামোদ করে গ্রহণ করা শ্রেয়।

নারিকেল ফল :

চারটি সামগ্রী জল, শস্য, মালা, ছোবড়া নারিকেলের মাধ্যমে নারীর মূল্যায়ন করেছেন বা তুলনা করেছেন। কমলাকান্ত দৃষ্টিতে রমণীমন্ডল হল সংসারের নারিকেলে বৃক্ষ, কমলাকান্ত চিরচরিত প্রথা অনুযায়ী কদলীর সঙ্গে রমনি সাদৃশ্য দেখতে নারাজ। নারিকেলের চারটি সামগ্রী-- জল, শস্য, মালা ও ছোবড়া। নারীরাও তেমনি স্নেহ, বিদ্যা, বুদ্ধি ও রূপ। 
  • স্ত্রীলোকের স্নেহ - হল ডাবের জলের মতোই স্নিগ্ধকর।
  • স্ত্রীলোকের বিদ্যা - নারিকেলের মালার মতো অসমাপ্ত অর্থাৎ অসম্পূর্ণ।
  • স্ত্রী লোকের বুদ্ধি - হল নারকেলের শস্যের মতো। বাইরেটা কঠিন ভেতরটা নরম। নিজে দক্ষতায় স্ত্রীজাতি সংসার পরিচালনা করে।
  • নারিকেলের ছোবড়ার সাথে নারীর রূপ কে তুলনা করেছেন। নারিকেলের ছোবড়ার আগুনে যেমন অনেক কিছু জ্বলে যায় তেমনি নারীর রূপের আগুনে অনেকে আত্মহুতি দেয়।

শিমূল ফুল :

এটি রাঙ্গা, গন্ধহীন, পাতাহীন - দেশহিতৈষীদের সাথে এই ফুলের তুলনা করেছেন। দেশহিতৈষী বাহ্যিক আড়ম্বরে চালচলনে নিজেদেরকে প্রকৃত দেশভক্ত বলে জাহির করার চেষ্টা করেন। কিন্তু শিমুল ফুলের মতোই এর গুনহীন, দেশ ও দশের কল্যাণে আসে না। শিমুল ফুলের অন্তঃসারশূন্য এই সমস্ত মানুষ।

ধুতুরা ফল :

বিসদৃশভাবে লম্বা, ফল কাঁটা যুক্ত, বীজি মাদকতাময় এর সাথে তুলনা করেছেন অধ্যাপক ব্রাহ্মণদের। ধুতুরা ফুলের মতোই এদের বচন গুলি লম্বা লম্বা কিন্তু ফল কাটা যুক্ত বা কণ্টকময়। ধুতুরার বিচির মতোই অধ্যাপক ব্রাহ্মণদের উক্তি, তাদের শাস্ত্র থেকে তোলা উদ্ধৃতি উন্মাদনার সৃষ্টি করে।

তেঁতুল ফল : 

অম্ল গুন ছাড়া কোনো গুণ নেই, খোলা আর সিটে ছাড়া কিছু নেই। তেঁতুলের সাথে বঙ্গ দেশের লেখকদের তুলনা করেছেন। তেঁতুলের মতোই জ্ঞানে, বিদ্যায় বুদ্ধিতে, বঙ্গদেশের লেখকরা নির্গুণ। তেঁতুল খেলে অম্বল বা অজীর্ণ রোগ হয়, বঙ্গদেশের লেখকদের লেখা যারা পড়ে তাদের অবস্থা তথৈবচ। তেঁতুল কাঠের মতোই বঙ্গদেশের লেখকদের লেখা সমালোচনার আগুনে ভালো দগ্ধ হয়। 

কুষ্মাণ্ড ফল :

কুষ্মাণ্ড নিকৃষ্টতম ফল, পরনির্ভরশীল, নিজস্বতা কিছু নেই। কুষ্মাণ্ড ফলের সাথে দেশীয় হাকিমদের তুলনা করেছেন। দেশীয় হাকিমরা কুষ্মান্ড এর মতই পরনির্ভরশীল - ইংরেজ অনুগ্রহে পরিপুষ্ট। কুমড়োর মতো হাকিমদেরও দুটি ভাগ -- দেশি ও বিদেশি। তবে বিদেশি অর্থাৎ বিদেশ থেকে পাস করা দেশীয় হাকিম রা অপেক্ষাকৃত শ্রেয় - গৌরবের দাবিদার।


নারিকেল ফলের বিভিন্ন অংশের সঙ্গে নারীজাতির গুণকে তুলনা করেছে, নিচে ছকের সাহায্যে দেখানো হলো:-

ফল ফলের অংশ নারীজাতির গুন
নারিকেল ১) জল স্নেহময়ী, মমতাময়ী রূপ
. ২) শস্য স্ত্রীলোকের বুদ্ধি
. ৩) মালা স্ত্রীলোকের বিদ্যা
. ৪) ছোবড়া স্ত্রীলোকের রূপ

মনুষ্যফল : ব্যাখ্যা মূলক প্রশ্ন ও উত্তর

মনুষ্যফল : সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর

মনুষ্যফল : মধ্যামানের প্রশ্ন ও উত্তর

মনুষ্যফল : রচনাধর্মী প্রশ্ন ও উত্তর


মনুষ্যফল - শব্দার্থ ও টীকা :

এঁচোড় : ধনীর পুত্র। এরা ধনীর সন্তান হলেও 'নিষ্কর্মা বলে অর্থ উপার্জন করতে না পারার কারণে অনেকে এঁচোড়ে থাকে। অনেক স্বার্থান্বেষী লোক এদের শোষণ করে এদের সর্বনাশ করে বলেই এঁচোড়েই পেড়ে খাওয়া কথা এসেছে।

শৃগাল – শোষক

কচকচি বেলা – কিশোরী নারীর অবস্তা।

সেলামজল – তোষামোদপ্রিয়তা ৷

কাঁদি কাঁদি পড়ে না – বহুবিবাহ করে না। কুলীন ব্রাহ্মণদের প্রতি কটাক্ষ। 

অন্তর্লঘু ফল — শিমূল ফলের মধ্যে লঘু তুলা থাকে। দেশাহিতৈষীদের অন্তরে লঘু বাক্যচ্ছটা ছাড়া আর কিছুই থাকে না। 

তাহার গয়া করিবে — আর্য সভ্যতার যে অংশ এখনও বর্তমান, তা লুপ্ত করে দেবে। হিন্দুদের মধ্যে প্রচলিত আছে কেউ মারা গেলে গয়ায় গিয়ে তার আত্মার শাস্তি ঘটানো। সেই সাদৃশ্যে এই মন্তব্য করা হয়েছে।

দুগ্ধপোষ্য বাঙ্গালী জাতি — শিশু দুগ্ধপোষ্য। বাঙালী দুগ্ধ পান করে এবং সে শিশুর মতো অসহায় ও প্রতিপালনীয়। বঙ্কিমচন্দ্রের মতো রবীন্দ্রনাথও বাঙালী জাতির শক্তিহীনতার প্রতি কটাক্ষ করেছেন।

জমিদাররূপ ঢেঁকি — খাজনা আদায়ের জন্য বা অন্য কারণেও জমিদার প্রজার উপর যে অত্যাচার করে তার কথা এখানে বলা হয়েছে।

গৃহিনী ঢেঁকি একাদশীর গড়ে — গৃহিণী একাদশীর দিন বাজার খরচ কমাতে কমাতে সকলের অনাহারের ব্যবস্থা করেন বলে এই মন্তব্য।

বিচারক ঢেঁকি —ভারতবর্ষের বিচারশালা সম্পর্কে বঙ্কিমের কটাক্ষ।

লেখক ঢেঁকি —স্কুল বুকের নামে যে অগণিত বই প্রকাশিত হয়, সেগুলির বেশির ভাগই শিক্ষার সহায়ক নয়। বঙ্কিমচন্দ্র পাঠ্য পুস্তকের লেখকদের তীব্র কটাক্ষ করেছেন। 

নেশার গড়ে মনোদুঃখে ধান্য পিষিয়া –কমলাকান্তরূপী বঙ্কিম নিজেকেও ব্যঙ্গের আওতা থেকে বাদ দেননি। কমলাকান্ত নেশার ঝোকে যে দপ্তর রচনা করেন সে কথাও পাঠকদের জানিয়েছেন।

Post a Comment

1 Comments

Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.