ভারতের বন্দরগুলিকে প্রধানত উপকূলের ভিত্তি করে দুই-ভাগে ভাগ করে নীচে আলছনা করা হল-
ভারতের বন্দর
পূর্ব উপকূলঃ
বন্দরের নাম | বিশেষ পরিচিতি |
---|---|
১) বিশাখাপত্তনম-অন্ধ্রপ্রদেশ (ভারতের চতুর্থ বৃহত্তম) | পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর (ভারতের মধ্যে সর্বোত্তম) |
২) কলকাতা-পশ্চিমবঙ্গ | পুনঃরপ্তানি বন্দর (Entreport) |
৩) হলদিয়া-পশ্চিমবঙ্গ | নদীবন্দর |
৪) নিউ তুতিকোরিন-তামিলনাড়ু | শ্রীলঙ্কার সঙ্গে বানিজ্য হয়, কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর |
৫)চেন্নাই বন্দর-তামিলনাড়ু (ভারতের তৃতীয় বৃহত্তম) | সমুদ্রবন্দর, কৃত্রিম,পোতাশ্রয় |
৬)পারাদ্বীপ-ওড়িশা | ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয়,লোহা রপ্তানিকারক স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর |
পশ্চিম উপকূলঃ
বন্দরের নাম | বিশেষ পরিচিতি |
---|---|
১) মুম্বাই-মহারাষ্ট্র (ভারতের বৃহত্তম বন্দর) | ভারতের প্রবেশপথ |
২) কান্ডালা-গুজরাট | শুল্কমুক্ত বন্দর,স্বাভাবিক পোতাশ্রয় |
৩) মার্মাগাঁও-গোয়া | লোহা রপ্তানিকারক বন্দর |
৪) নভসেবা/জহরলাল নেহেরু বন্দর-মহারাষ্ট্র | আধুনিক প্রযুক্তিবিদ্যাগত বন্দর (ভারতের বৃহত্তম বন্দর) |
৫) কোচি-কেরল | আরব সাগরের রানি |
৬) নিউ ম্যাঙ্গালোর-কর্ণাটক | কফি রপ্তানিকারক বন্দর, স্বাভাবিক পোতাশ্রয় |
0 Comments
Thank you for contacting jibonta.in! Please let us know how we can help you.