How To Remove ?M=1 From Blogger 2022 -আপনার ব্লগার URL ?M =1 দেখাচ্ছে ? আপনি কী এটি মুছে ফেলতে চান ? দেখুন কী ভাবে করবেন

How To Remove ?M=1 From Blogger 

মোবাইল ডিভাইস থেকে আপনার ব্লগার URL?M =1 দেখাচ্ছে ? আপনি কী এটি মুছে ফেলতে চান

মুছে ফেলার আগে আপনাকে বুঝতে হবে এটি কেন দেখাচ্ছে এবং এর অর্থ কী ?

How To Remove ?M=1 From Blogger,Blogger,SEO,Remove ?M=1 Blogger,?M=1,

চলুন তাহলে, বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক -

  • মূলত, যখন  কোনো একজন ভিজিটর মোবাইল ডিভাইস থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করে, তখন URL  ?M =1 দেখা যায়।
  • কেউ যদি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনার ব্লগার ওয়েবসাইট ভিজিট করে, তখন এটি দেখাবে না। এটি শুধুমাত্র তখনই দেখা যায় যখন কোনো একজন ভিজিটর মোবাইল ডিভাইস থেকে আপনার ব্লগার ওয়েবসাইট পরিদর্শন করে।

হয়তো আপনাকে বোঝাতে পেরেছি এটি আসলে কী?  

উদাহরণ

  • Mobile : https://www.jibonta.in/?m=1 
  • Desktop / Laptop : https://www.jibonta.in/ 

  এবার আপনার মধ্যে একটি প্রশ্ন আস্তে পারে যে এই সমস্যার কী কোনো সমাধান নেই?
  • হ্যাঁ  আছে , এটির সমাধান হিসেবে আমি আপনাকে একটি Html Java Script বা Code দেবো, এটিই এই সমস্যার সমাধান। 
  • এই Html Java Script বা Code টি আপনার ব্লগার (থিমHtml কোডের নিদৃষ্ট স্থানে স্থাপন করতে হবে।

বি দ্রঃ কোনো কিছু Change করার আগে BackUp করে রাখবেন।

কী ভাবে Html Java Script বা Code টি কোনো সমস্যা ছাড়া স্থাপন করবেন-

  1. প্রথমে আপনি আপনার Blogger Dashboard Open করবেন। (Log in) 
  2. এবার আপনি থিম (Theme) Option Click করুন।
  3. এবার আপনার সামনে Customize লেখা আসবে তার পাশে বা নীচে Down Arrow 🔽 তে  Click করে Edit Html Click করবেন।
  4. এবার আপনাকে Ctrl+F বা Serach করতে হবে না, সহজ ভাবে বলছি আপনি Scrol করবেন অর্থাৎ নীচের দিকে আসবেন, সবার নীচের দিকে এসে ভাল করে  লক্ষ্য দেখবেন  </body>  লেখা আছে
  5. এই  </body> Tag এর ঠিক ওপরে আপনি যে Code টি Download করেছেন সেই Code টি স্থাপন করবেন। 
  6. এবার আপনি Save করেদিন

Note: সব শেষে বলে রাখি এই কোডের দ্বারা কিন্তু সম্পূর্ণ ভাবে মুছে ফেলা যায় না,  হ্যাঁ  এটাই   সত্য। এই কোডের দ্বারা শুধু মাত্র লুকানো থাকে। ভালো করে লক্ষ্য করবেন দেখবেন  পেজ লোড হওয়ার প্রথম দিকে লেখাটি থাকে কিন্তু কোনো পেজ সম্পূর্ণ লোড হওয়ার পর আর থাকেনা অর্থাৎ এই কোডের দ্বারা লুকানো বা Hide করা হয়ে থাকে। 

ছবি গুলি দেখে নিতে পারেন ( Full Process)

ছবি গুলিতে Click করে দেখুন ( For Good QUALITY)

?M=1
?M =1 STEP-1

Remove ?M=1 From Bloger
?M =1 STEP-2


Remove ?M=1 From Bloger
?M =1 STEP-3

Remove ?M=1 From Bloger
?M =1 STEP-4





Post a Comment

0 Comments